কৈলাসহরের গোলকপুরে বারোদিন ধরে জল সরবরাহ বন্ধ, ক্ষুব্ধ জনতার রাস্তা অবরোধ
কৈলাসহর (ত্রিপুরা), ৭ অক্টোবর (হি.স.) : উৎসবের দিনগুলিতে জল সংকটে বিপাকে পড়লেন সাধারণ মানুষ। ঊনকোটি জেলার কৈলাসহরের গোলকপুর এলাকায় টানা বারোদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এর জেরে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শ
রাস্তা অবরোধ


কৈলাসহর (ত্রিপুরা), ৭ অক্টোবর (হি.স.) : উৎসবের দিনগুলিতে জল সংকটে বিপাকে পড়লেন সাধারণ মানুষ। ঊনকোটি জেলার কৈলাসহরের গোলকপুর এলাকায় টানা বারোদিন ধরে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। এর জেরে মঙ্গলবার সকালে ক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং রাস্তা অবরোধ করেন।

স্থানীয়দের অভিযোগ, গত বারোদিন ধরে এলাকায় জল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। লক্ষ্মীপূজার সময়ও পানীয় জল না থাকায় গৃহস্থালি কাজ থেকে শুরু করে পূজার্চনা পর্যন্ত ব্যাহত হয়েছে। বহুবার সংশ্লিষ্ট দফতরে অভিযোগ জানিয়েও কোন ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বাসিন্দারা।

অবশেষে ক্ষোভে ফেটে পড়ে মঙ্গলবার সকালে গোলকপুরের বাসিন্দারা রাস্তা অবরোধ করেন। খবর পেয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ জনতাকে আশ্বাস দেন দ্রুত সমস্যার সমাধান করা হবে। তাঁদের আশ্বাসের ভিত্তিতেই প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande