টিটিএএডিসি-এর ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তিপ্রা মথা
আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এর ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথা। এই দল টিটিএএডিসি-এর শাসন ক্ষমত
সুপ্রিম কোর্ট মথা নেতৃত্ব


আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা ট্রাইব্যাল এরিয়া অটনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) এর ভিলেজ কমিটির নির্বাচন নিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ত্রিপুরার জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথা। এই দল টিটিএএডিসি-এর শাসন ক্ষমতায় রয়েছে। পাশাপাশি ত্রিপুরা সরকারের জোট শরিকও।

তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা তথা টিটিএএডিসি-এর নির্বাচিত সদস্য প্রদ্যোত কিশোর দেববর্মা ও দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা এবং দলের নেতা জগদীশ দেববর্মা সুপ্রিম কোর্টে ভিলেজ কমিটির নির্বাচন দ্রুত সম্পন্ন করার জন্য আবেদন জানিয়েছেন। এই নির্বাচন দীর্ঘ সময় যাবৎ ঝুলে রয়েছে।

মঙ্গলবার দায়ের করা আবেদনটি সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে এবং অক্টোবরের ২৭ অথবা ২৮ তারিখে এই বিষয়টির শুনানি হবে। পরে প্রদ্যোত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, প্রধান বিচারপতি আজ সুপ্রিম কোর্টে তাঁদের বক্তব্য শুনেছেন এবং ভিলেজ কমিটির নির্বাচনের শুনানি এই মাসের শেষের দিকে হবে।

উল্লেখ্য, ষষ্ঠ তফসিল অঞ্চলে তথা টিটিএএডিসি এলাকায় তৃণমূলস্তরে প্রশাসনের জন্য অপরিহার্য ভিলেজ কমিটির নির্বাচন বছরের পর বছর ধরে ঝুলে আছে—যা জনজাতি সম্প্রদায়ের মধ্যে হতাশা এবং অস্থিরতা তৈরি করছে। জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল তিপ্রা মথা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে নির্বাচন সম্পন্ন করার জন্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande