আগরতলা, ৭ অক্টোবর (হি.স.) : আগরতলায় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) দলীয় রাজ্য কার্যালয়ে হামলা। ঘটনা মঙ্গলবার সন্ধ্যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় প্রচুর সংখ্যায় পুলিশ ও অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
ত্রিপুরা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শান্তনু সাহা জানিয়েছেন, ত্রিপুরা পুলিশের সামনে নির্লজ্জভাবে আজ ভাঙচুর করা হয়েছে তৃণমূল কংগ্রেসের ভবন। সমস্ত প্রশাসন ঠুঁটো জগন্নাথের মত দেখেছে আধ ঘণ্টার এই তান্ডবকে। তিনি আরও বলেন, এভাবে কোনওদিন তৃণমূল কংগ্রেসকে আটকানো যাবে না। আমরা বরাবর মানুষের হয়ে কথা বলে এসেছি, মানুষের পাশে থেকেছি এবং সেই আদর্শেই আমরা এগিয়ে যাব।
এদিকে, দলের একটি সূত্রে জানা গিয়েছে আগামীকাল বেশ কয়েকজন সিনিয়র নেতা ত্রিপুরায় আসবেন। অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে হামলার ফলে আগরতলা শহরে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই ধরনের ঘটনা বিরোধীদের ভয় দেখানোর প্রচেষ্টা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ