(আপডেট) বজবজে মালগাড়ি লাইনচ্যুত হয়ে বিপত্তি, ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা
দক্ষিণ ২৪ পরগণা, ৮ অক্টোবর (হি.স.) : বুধবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝখানে আপ লাইনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ঘটনাটি ঘটেছে বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। মালগাড়িটির ৬ নম্বর বগি লাইনচ্যুত হয় বলে জানা গেছ
(আপডেট) বজবজ রেলগেটের কাছে তেলের ট্যাঙ্কার লাইনচ্যুত, শিয়ালদহ–বজবজ শাখায় যাত্রীদের দুর্ভোগ


দক্ষিণ ২৪ পরগণা, ৮ অক্টোবর (হি.স.) : বুধবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝখানে আপ লাইনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ঘটনাটি ঘটেছে বজবজ স্টেশনের আগে ১৪ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। মালগাড়িটির ৬ নম্বর বগি লাইনচ্যুত হয় বলে জানা গেছে। এর ফলে শিয়ালদহ–বজবজ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

লাইনচ্যুতির পর বজবজ থেকে নুঙ্গিগামী একটি আপ ট্রেন প্রায় ২০ মিনিট থেমে থাকে। সমস্ত লোকাল ট্রেন প্রায় এক ঘন্টা দেরিতে চলে। ট্রেনগুলো আক্রা নুঙ্গি সন্তোষপুর থেকে শিয়ালদা পাঠিয়ে দেওয়া হয়।

এদিন রেল আধিকারিকেরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বগি কেটে আলাদা করেন। ক্রেনের সাহায্যে বগি তোলার কাজ চলছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার প্রচেষ্টা অব্যাহত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande