সাব্রুম (ত্রিপুরা), ৮ অক্টোবর (হি.স.) : অবশেষে সবার প্রার্থনা, প্রচেষ্টা আর ভালোবাসার জোরে নতুন জীবনের আলো দেখল সাত বছরের লিমা দেবনাথ। বুধবার আগরতলার জিবিপি হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে তার ব্রেন টিউমারের জটিল অস্ত্রোপচার। দীর্ঘদিনের সংগ্রাম, কান্না আর অনিশ্চয়তার পর লিমার পরিবারের চোখে আজ আনন্দের অশ্রু।
উল্লেখ্য, দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর কৃষ্ণনগর এস.বি. বালিকা বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী লিমা দেবনাথের ব্রেন টিউমার ধরা পড়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। দিনমজুর পিতা গৌরাঙ্গ দেবনাথ ও গৃহবধু মা লক্ষ্মী রানী দেবনাথের পক্ষে প্রায় আট লক্ষ টাকার চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব ছিল না। অর্থের অভাবে চিকিৎসা থমকে যাওয়ার উপক্রম হয়।
ঠিক সেই সময় বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক প্রসেনজিৎ মল্লের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসে। সংবাদপত্র ও সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই বহু সামাজিক সংস্থা, বিদ্যালয় এবং সহৃদয় মানুষ এগিয়ে আসেন সাহায্যের হাত বাড়িয়ে। সাব্রুমের প্রাক্তন বিধায়ক শঙ্কর রায়, বিরোধী দলনেতা তথা সাব্রুমের বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ রায় বর্মনসহ বহু ব্যক্তি ও সংস্থা লিমার চিকিৎসার দায়িত্ব ভাগ করে নেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দেবনাথ, সোমনাথ চক্রবর্তী, সৈকত চৌধুরী, সুব্রত দেবনাথ, অনামিকা দাসসহ বহু শুভানুধ্যায়ী দিনরাত পাশে থেকেছেন লিমা ও তার পরিবারের। সাব্রুমের বিন্দাস বয়েস এবং এলাকার বিভিন্ন বিদ্যালয়ও তহবিল সংগ্রহ করে সাহায্য করেছে।
সবশেষে, জিবিপি হাসপাতালের বিশিষ্ট নিউরোলজিস্ট ডাঃ আশিস রেড্ডি এবং তার চিকিৎসক দলের ঐকান্তিক প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টার দীর্ঘ অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। অস্ত্রোপচারের পর বর্তমানে লিমা স্থিতিশীল রয়েছে এবং চিকিৎসকরা আশাবাদী, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। এই সাফল্যের পেছনে শুধু চিকিৎসাবিজ্ঞানের দক্ষতা নয়, রয়েছে অগণিত মানুষের মানবিকতা, সহানুভূতি এবং একাত্মতার অমূল্য প্রমাণ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ