শিলং, ৮ অক্টোবর (হি.স.) : মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জাস্টিস সৌমেন সেন।
আজ বুধবার শিলঙে রাজভবনের দরবার হল-এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাজ্যপাল সিএইচ বিজয়শংকর পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন মেঘালয় উচ্চ আদালতের প্রধান বিচারপতি জাস্টিস সৌমেন সেনকে।
বিচারপতি সৌমেন সেন জাস্টিস ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ৫ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেছিলেন মুখোপাধ্যায়। তাঁর অবসর গ্রহণের পর বিচারপতি হামরসান সিং থাংখিউ জাস্টিস সৌমেন সেনের আনুষ্ঠানিক নিয়োগ না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
নতুন প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, বিরোধী দলের নেতা মুকুল সাংমা, উপ-মুখ্যমন্ত্রী প্রেস্টোন টিংসং, মুখ্যসচিব শাকিল পি আহমেদ, অ্যাডভোকেট জেনারেল, ডিজিপি, মেঘালয় হাইকোর্টের অন্য সব বিচারক, জেলা ও দায়রা আদালতের বিচারক, মুখ্য বিচারবিভাগীয় আদালতের প্রায় সব স্তরের বিচারপতি, বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী এবং সরকারি উচ্চপদস্থ আধিকারিকবর্গ।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নতুন প্রধান বিচারপতিকে অভিনন্দন জানিয়ে বলেছেন, জাস্টিস সেনের অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি ন্যায়বিচার ও সততার প্রতি বিচার বিভাগের অঙ্গীকারকে শক্তিশালী করবে।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের ভিত্তিতে ২৬ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি বিচারপতি সৌমেন সেনকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ করেছেন।
১৯৬৫ সালের ২৭ জুলাই কলকাতায় জন্মগ্রহণকারী বিচারপতি সৌমেন সেন ১৯৯০ সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় এলএলবি ডিগ্রি অর্জন করেন। সেবার তিনি টপার ছিলেন। ১৯৯১ সালে ক্যালকাটা হাইকোৰ্টে আইনি প্ৰ্যাকটিস শুরু করেন। দুই দশকের বেশি সময় আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১১ সালের ১৩ এপ্রিল বিচারপতি পদে উন্নীত হয়েছিলেন তিনি।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস