আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : তৃণমূল কংগ্রেসকে “চোরের দল” বলে কটাক্ষ করলেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে আমাদের জনজাতি নেতা খগেন মূর্মুর সঙ্গে তৃণমূল কংগ্রেস যে আচরণ করেছে তা মোটেও গ্রহণযোগ্য নয়। এটা রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।”
তিনি আরও অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সবসময় দুর্নীতি, প্রতারণা ও সন্ত্রাসের রাজনীতি করে। পশ্চিমবঙ্গে যেমন সাধারণ মানুষ তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ, তেমনি এখন ত্রিপুরায় এসে নিজেদের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা অপপ্রচার চালাচ্ছে।
নবেন্দু ভট্টাচার্য বলেন, “ত্রিপুরার মানুষ উন্নয়ন চায়, দুর্নীতি নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্য আজ উন্নয়নের পথে এগিয়ে চলেছে।” তিনি তৃণমূল নেতাদের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, “ত্রিপুরার মাটিতে তৃণমূলের বিভ্রান্তিমূলক রাজনীতি সফল হবে না।”
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ