কাটিহার, ৮ অক্টোবর (হি.স.): বিহারের কাটিহার জেলায় পুলিশের বড়সড় সাফল্য। বুধবার অভিযান চালিয়ে ৪৪৩.৮৩ লিটার বিদেশি মদ–সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি স্করপিও গাড়ি, একটি পিকআপ ভ্যান, দুটি বাইক, দুটি মোবাইল ফোন এবং নগদ ৪,১০০ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে বসগড়া গ্রামের কাছে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক একটি গাড়ি থামিয়ে তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ বিদেশি মদ। এক পুলিশ আধিকারিক জানান, ধৃত দুই পাচারকারীর নাম সুমন কুমার জয়সওয়াল ও রাজেশ কুমার। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য