ছত্তিশগড়ে লিফ্ট ভেঙে মৃত ৪ শ্রমিক, আহত ৬
কোরবা, ৮ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের শক্তি জেলায় আরকেএম পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে লিফ্ট ভেঙে পড়ায় ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং গুরুতরভাবে আহত আরও ৬ জন । আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার এক পুলিশ আধিকা
ছত্তিশগড়ে আরকেএম পাওয়ার প্ল্যান্টে লিফ্ট ভেঙে পড়ায় মৃত ৪ শ্রমিক, আহত ৬


কোরবা, ৮ অক্টোবর (হি.স.): ছত্তিশগড়ের শক্তি জেলায় আরকেএম পাওয়ার প্ল্যান্টে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাতে লিফ্ট ভেঙে পড়ায় ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং গুরুতরভাবে আহত আরও ৬ জন । আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার এক পুলিশ আধিকারিক জানান , মঙ্গলবার রাতে বয়লার পরিষ্কার ও মেরামতির কাজের জন্য শ্রমিকরা লিফ্টে করে উপরে উঠছিল। সেই সময় লিফ্টের চেন ছিঁড়ে যায় এবং প্রায় ৪০ মিটার উচ্চতা থেকে লিফ্টটি নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয় এবং আরও দু’জনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। মৃত শ্রমিকদের নাম অঞ্জনি কুমার কানোজিয়া (২৯), মিশ্রী লাল (৪৫), রবীন্দ্র কুমার (৩৫) ও বাবলু প্রসাদ গুপ্ত (২৬) — সকলেই উত্তর প্রদেশ ও ঝাড়খণ্ডের বাসিন্দা। আহতদের মধ্যে আছে বিজয় সিং, রামসিং, সঞ্জয় কুমার, রামকেশ, বলরাম এবং রতন সিং— তারা উত্তর প্রদেশের বাসিন্দা। ঘটনার পর থেকেই শ্রমিকদের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রশাসন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande