এটাওয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী
এটাওয়া, ৮ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের এটাওয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী । ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও চারটি কার্তুজ। ধৃতের নাম রাজন। বুধবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃত রাজনের বিরুদ্ধে এক যুবককে হত্যার চেষ্টার অভিযো
এটাওয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী


এটাওয়া, ৮ অক্টোবর (হি.স.) : উত্তরপ্রদেশের এটাওয়ায় পুলিশের তৎপরতায় গ্রেফতার এক দুষ্কৃতী । ধৃতের থেকে উদ্ধার হয়েছে একটি পিস্তল ও চারটি কার্তুজ। ধৃতের নাম রাজন। বুধবার এক পুলিশ আধিকারিক জানান, ধৃত রাজনের বিরুদ্ধে এক যুবককে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয় এটাওয়ার সদর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে তিক্সি মন্দির চত্বরে তল্লাশি চালানোর সময় পুলিশ রাজনের খবর পায় ।

খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ এলাকা ঘিরে ফেললে পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে রাজন । আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ । পুলিশের গুলিতে জখম হয় রাজনের পা । আহত রাজনকে গ্রেফতার করার পর চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande