মিরিকে ত্রাণের সব পাঠানো হয়েছে: মমতা
শিলিগুড়ি, ৮ অক্টোবর (হি.স.): মিরিকে ত্রাণের সব পাঠানো হয়েছে। বুধবার উত্তরকন্যা থেকে কলকাতায় রওনা হওয়ার সময় এবং বাগডোগরায় পৌঁছে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মিরিকে সব পাঠানো হয়েছে। খাবারের জিনিস, কম্বল, সোয়েটার, শাড়ি–কাপ
মিরিকে ত্রাণের সব পাঠানো হয়েছে: মমতা


শিলিগুড়ি, ৮ অক্টোবর (হি.স.): মিরিকে ত্রাণের সব পাঠানো হয়েছে। বুধবার উত্তরকন্যা থেকে কলকাতায় রওনা হওয়ার সময় এবং বাগডোগরায় পৌঁছে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, মিরিকে সব পাঠানো হয়েছে। খাবারের জিনিস, কম্বল, সোয়েটার, শাড়ি–কাপড় সব কিছু রয়েছে। নাগরাকাটা, ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের জেলাশাসকদের বলেছি। পঞ্চায়েত মন্ত্রী আজ আলিপুরদুয়ারে যাচ্ছেন। কিছু হলে জানাবে। পরের সপ্তাহে ফিরে এসে আবার দেখব।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande