সাংসদের রক্তাক্ত মুখের ছবি গোটা দেশে ছড়িয়ে দিতে চায় বিজেপি নেতৃত্ব
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): সাংসদ খগেন মুর্মুর আঘাত যে বিধায়ক শঙ্কর ঘোষের তুলনায় বেশি, তা সোমবার দুপুরে খগেনের রক্তাক্ত মুখমণ্ডলের ছবি প্রকাশ্যে আসতেই বোঝা গিয়েছিল। সেই ছবিকেই এ বার ‘রাজনৈতিক হাতিয়ার’ করে তুলতে চাইছে বিজেপি। ঘটনা পশ্চিমবঙ্গের। কিন্
সাংসদের রক্তাক্ত মুখের ছবি গোটা দেশে ছড়িয়ে দিতে চায় বিজেপি নেতৃত্ব


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): সাংসদ খগেন মুর্মুর আঘাত যে বিধায়ক শঙ্কর ঘোষের তুলনায় বেশি, তা সোমবার দুপুরে খগেনের রক্তাক্ত মুখমণ্ডলের ছবি প্রকাশ্যে আসতেই বোঝা গিয়েছিল। সেই ছবিকেই এ বার ‘রাজনৈতিক হাতিয়ার’ করে তুলতে চাইছে বিজেপি।

ঘটনা পশ্চিমবঙ্গের। কিন্তু তা নিয়ে গোটা দেশে প্রচার শুরুর তোড়জোড় করছে বিজেপি। উত্তরবঙ্গের দুর্গত এলাকায় ত্রাণ দিতে গিয়ে গত সোমবার আক্রান্ত হন বিজেপির এক সাংসদ ও এক বিধায়ক।

সূত্রের খবর, পশ্চিমবঙ্গে তো বটেই, ভিন্‌রাজ্যেও বিভিন্ন জনজাতি প্রধান এলাকায় জনজাতি সাংসদের রক্তাক্ত মুখের ছবি বড় করে দেখানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। লক্ষ্য একা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল নয়। লক্ষ্য কংগ্রেস-সহ গোটা ‘ইন্ডি’ জোটকে ‘জনজাতি বিরোধী’ হিসাবে চিহ্নিত করা।

শিলিগুড়ির হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা মঙ্গলবার খগেনবাবুর সঙ্গে দেখা করে ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু এখনও কাউকে গ্রেফতার কেন করা হয়নি, সে প্রশ্নের জবাবে তৃণমূলকে খানিক ‘রক্ষণাত্মক’ ভূমিকাই নিতে হচ্ছে। ভোটমুখী বঙ্গে বিজেপি এই সুযোগ হাতছাড়া করতে রাজি নয়।

ওই ঘটনাকে যে বিজেপি অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যেতে চায়, তা সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাজমাধ্যম পোস্ট থেকে স্পষ্ট হয়ে যায়। বুধবার সকাল থেকে বিজেপির সর্বভারতীয় তথ্যপ্রযুক্তি ও সমাজমাধ্যম বিভাগ নিবিড় প্রচার শুরু করে দিয়েছে খগেনবাবুর উপরে হামলার ঘটনা নিয়ে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande