জুবিন গার্গ মৃত্যু মামলা : গ্ৰেফতার ডিএসপি সন্দীপন, সাত দিনের এসআইটি-রিমান্ড
শ্যামকানু, সিদ্ধার্থ সহ গ্রেফতারের সংখ্যা বেড়ে পাঁচ গুয়াহাটি, ৮ অক্টোবর (হি.স.) : সিঙ্গাপুরে অসমের সুসন্তান বিখ্যাত গায়ক জুবিন গার্গের রহস্যমৃত্য মামলায় গত কয়েকদিন ধরে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ অসম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডি
জুবিন গার্গ মৃত্যু মামলায় এখন পর্যন্ত গ্রেফতারকৃত পাঁচজন


শ্যামকানু, সিদ্ধার্থ সহ গ্রেফতারের সংখ্যা বেড়ে পাঁচ

গুয়াহাটি, ৮ অক্টোবর (হি.স.) : সিঙ্গাপুরে অসমের সুসন্তান বিখ্যাত গায়ক জুবিন গার্গের রহস্যমৃত্য মামলায় গত কয়েকদিন ধরে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ অসম পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট (ডিএসপি) সন্দীপন গার্গকে গ্রেফতার করেছে বিশেষ তদন্তকারী দল (স্পেশাল ইনভেস্টিগ্যাশন টিম, সংক্ষেপে এসআইটি বা সিট)।

গত কয়েকদিনের মতো জিজ্ঞাসাবাদের জন্য সিট-এর ডাকে আজও সিআইডি অফিসে এসেছিলেন জুবিনের খুড়তুতো ভাই তথা রাজ্যের ডিএসপি সন্দীপন গার্গ। সিআইডি অফিসে পৌঁছনোর কয়েক মিনিট পর তাঁকে গ্রেফতার করেন সিট-এর তদন্তকারী অফিসার। পরবর্তীতে তাঁকে কামরূপ মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম)-এর আদালতে পেশ করা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে হেফাজতে চায় এসআইটি। আবদনের ভিত্তিতে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

প্রসঙ্গত, সিঙ্গাপুরে গত ১৯ সেপ্টেম্বর সমুদ্রে সংঘটিত দুর্ঘটনার সময় জুবিন গার্গের সঙ্গে একই ইয়টে ছিলেন সন্দীপন। এদিকে, ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সন্দীপন গার্গ বলেছেন, ‘এসআইটিকে আমি সম্পূর্ণ সহযোগিতা করছি।’

সন্দীপন গার্গকে গ্রেফতারের কারণ :

সিজেএম আদালতে সন্দীপনকে হাজির করে এসআইটি দুটি অ্যাফিডেভিট পেশ করেছে। অ্যাফিডেভিট অনুসারে সন্দীপন এবং জুবিন সিঙ্গাপুরের প্যাসিফিক হোটেলে এক সঙ্গে ছিলেন। জুবিনের স্বাস্থ্য সম্পর্কে সন্দীপন পুরোপুরি সচেতন ছিলেন। তাই তদন্তের জন্য তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে হবে। 'লাস্ট সিন টুগেদার' নীতির ভিত্তিতে গ্রেফতারের প্রয়োজনীয়তা রয়েছে। কী পরিস্থিতিতে জুবিন গার্গের মৃত্যু হয়েছে সে সম্পর্কে বিস্তৃত তদন্ত করা হবে।

এতে বলা হয়েছে, পৃথকে ব্যক্তিগতভাবে এবং অন্যান্য অভিযুক্তদের সাথে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়াও যেহেতু তিনি একজন পুলিশ অফিসার, তাই সাক্ষীকে প্রভাবিত করতে পারেন, তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া সন্দীপনের বাড়িতে বিভিন্ন নথিপত্র ইত্যাদি পরীক্ষা করার অনুমতি চেয়েছে এসআইটি। যেহেতু সন্দীপন জুবিনের ভাই, তাই এসআইটি আদালতকে জানিয়েছে, একাধিক মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করতে হবে।

এই মামলায় বিভিন্ন অ্যাঙ্গলে তদন্ত করতে হবে বলেও আদালতকে জানানো হয়েছে। সমস্ত কারণ ও যুক্তি বিবেচনা করে আদালত সন্দীপন গাৰ্গকে সাত দিনের এসআইটি হেফাজতে দেওয়ার নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, জুবিন গার্গের মৃত্যুর তদন্তে বেশ কিছু অগ্রগতি হয়েছে। সিঙ্গাপুরে অনুষ্ঠানের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে গত ১ অক্টোবর গ্রেফতার করেছিল এসআইটি। দুজনের বিরুদ্ধে জুবিন গার্গকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, প্ৰয়াত শিল্পীর ব্যান্ডমেট শেখরজ্যোতি গোস্বামী এবং গায়িকা অমৃতপ্রভা মহন্তকে গ্রেফতার করে ১৪ দিনের হেফাজতে নিয়েছে এসআইটি।

অসমিয়া যুবপ্রজন্মের হার্টথ্রব বিশিষ্ট সংগীত-তারকা, চিত্রপরিচালক, প্রযোজক জুবিন গাৰ্গের রহস্যমৃত্যুর তদন্ত দ্রুতগতিতে চলছে। তদন্তকারীরা সম্ভাব্য সমস্ত ফাউল প্লে ইত্যাদির তদন্ত করছেন। তদন্ত যতই এগোচ্ছে, ততই নতুন নতুন তথ্য বেরিয়ে আসছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande