নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.): অবৈধভাবে বিলাসবহুল গাড়ি বিক্রি ও রেজিস্ট্রেশনের তদন্তে কেরল এবং তামিলনাড়ুর ১৭টি জায়গায় বুধবার অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সূত্রের খবর, দক্ষিণী অভিনেতা দুলকের সলমন, পৃথ্বীরাজ-সহ বহু নামিদামী ব্যক্তিত্বের বাড়ি, প্রতিষ্ঠান ইডির নজরে রয়েছে।
অভিযোগ, সিন্ডিকেটের মাধ্যমে বিলাসবহুল গাড়ির চোরাচালান চলছে ভারত-ভুটান এবং ভারত-নেপাল রুট ধরে। অত্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে চোরাই গাড়িগুলি। ঘুরপথে অবৈধভাবে রেজিস্ট্রেশনও চলছে। সূত্র মারফত এই খবর পেয়ে ‘ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট’-এর অধীনে তদন্তে নামে ইডি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ