যোধপুর পার্ক বাজারে আগুনের গ্রাসে একাধিক দোকান
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় যোধপুর পার্ক বাজারে আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় একাধিক দোকান। মোতায়েন হয় দমকলের একাধিক ইঞ্জিন। সূত্রের খবর, মাছ বাজার যেখানে রয়েছে, তার ঠিক পাশেই আগুন লাগে। এদিন
যোধপুর পার্ক বাজারে আগুনের গ্রাসে একাধিক দোকান


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বুধবার দুপুরে দক্ষিণ কলকাতায় যোধপুর পার্ক বাজারে আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় একাধিক দোকান। মোতায়েন হয় দমকলের একাধিক ইঞ্জিন। সূত্রের খবর, মাছ বাজার যেখানে রয়েছে, তার ঠিক পাশেই আগুন লাগে।

এদিন দুপুরের বাজারের একটি দোকানে প্রথম আগুন লাগে। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে অন্যান্য দোকানগুলিতে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ঘটনার খবর পেয়েই এক এক করে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন।

তবে দুপুরে এই ঘটনা ঘটায় সেই সময় বাজারে তেমন ভিড় ছিল না। প্রায় সমস্ত দোকানই ছিল বন্ধ। ফলে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে বিধ্বংসী আগুনে একাধিক দোকান ভস্মীভূত হয়ে যায়। ফলে ব্যবসায়ীদের বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বলে আশঙ্কা।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande