হুগলি, ৮ অক্টোবর (হি.স.): আগুন লেগে আতঙ্ক ছড়াল হুগলির উত্তরপাড়ার ভদ্রকালী শিবতলার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ক্লাস চলার সময় বাতানুকূল যন্ত্রের বাইরের দিকের অংশে শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
সেখান থেকে ধোঁয়া বেরোতে থাকে। খবর দেওয়া হয় পুলিশে। খবর যায় দমকলে। দমকল বাহিনী এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন আয়ত্বে আনে। স্কুলের অগ্নিনির্বাপক ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ