কান্তারা চ্যাপ্টার ১: মুক্তির ষষ্ঠ দিনে ছবির আয় ৩৩.৫ কোটি টাকা
মুম্বই, ৮ অক্টোবর ( হি.স.): মুক্তির পর কেটেছে ছয়দিন , তবে অব্যাহত রয়েছে কান্তারা চ্যাপ্টার ১ এর আয়ের গতি । ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে এই ছবি । বক্স অফিসের তরফে জানা গেছে, মুক্তির ষষ্ঠ দিনে আয় করেছে ৩
কান্তারা চ্যাপ্টার ১: মুক্তির ষষ্ঠ দিনে ছবির আয় ৩৩.৫ কোটি টাকা


মুম্বই, ৮ অক্টোবর ( হি.স.): মুক্তির পর কেটেছে ছয়দিন , তবে অব্যাহত রয়েছে কান্তারা চ্যাপ্টার ১ এর আয়ের গতি । ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া জাগিয়েছে এই ছবি । বক্স অফিসের তরফে জানা গেছে, মুক্তির ষষ্ঠ দিনে আয় করেছে ৩৩.৫ কোটি টাকা ।

তারা আরও জানায় , ছয়দিনে কন্নড় ভাষায় ৮৯.৩৫ কোটি টাকা , হিন্দিতে ৯৩.২৫ কোটি টাকা, তেলেগুতে ৪.৭৫ কোটি টাকা , মালায়ালামে ২.২৫ কোটি টাকা এবং তামিলে আয় করেছে ২.৫ কোটি টাকা । এখনও পর্যন্ত বক্স অফিসের মোট আয় ২৯০.২৫ কোটি টাকা ।

উল্লেখ্য, ২০২২ সালের ছবি কান্তারার প্রিক্যুয়েল কান্তারা চ্যাপ্টার ১। ছবিতে ঋষভ শেঠির পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, গুলশান দেবাইয়া এবং জয়রাম। ছবি মুক্তির প্রথম দিনেই আনুষ্ঠানিকভাবে কান্তারা চ্যাপ্টার ২ এর মুক্তির কথা ঘোষণা করেছে প্রযোজক মহল ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande