কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ত্রিপুরার রাজধানী আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার ঘটনাকে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। মঙ্গলবার রাতের ওই ঘটনার পর দিনই ত্রিপুরায় প্রতিনিধি দল পাঠালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সকালে ত্রিপুরার উদ্দেশে রওনা দিয়েছে পাঁচ সদস্যের প্রতিনিধিদল। দলে রয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, যাদবপুরের সাংসদ তথা তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ, জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডল, মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং টিএমসিপি নেতা সুদীপ রাহা। এ ছাড়া, রয়েছেন সাংসদ ও রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব।
যাওয়ার আগে প্রতিনিধিদের তরফে কুণাল ঘোষ সংবাদমাধ্যমকে জানান, হামলার আশঙ্কা নিয়েই ত্রিপুরার পথে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল। সূত্রের খবর, ত্রিপুরা গিয়ে সেখানকার কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলবে ছয় সদস্যের এই দল। এ ছাড়া, দলীয় কিছু কর্মসূচিও রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত