এসআইআর নিয়ে শাহকে নিশানা মমতার
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ সবই অমিত শাহের খেল! তিনিই এখন প্রধানমন্ত্রীর মতো কাজ করছেন। উত্তরবঙ্গের বন
এসআইআর নিয়ে শাহকে নিশানা মমতার


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এ সবই অমিত শাহের খেল! তিনিই এখন প্রধানমন্ত্রীর মতো কাজ করছেন। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখে বুধবার কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী। বিমানবন্দরে এসআইআর-এর প্রস্তুতি নিয়ে শাহের দিকে আঙুল তুলেছেন তিনি। মমতা বলেন, বন্যা হয়েছে, বৃষ্টি হয়েছে। এই অবস্থায় ১৫ দিনের মধ্যে সকলের নাম তুলতে হবে (তালিকায়)!

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকা নিয়ে সরব হন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, কমিশন বলছে ১৫ দিনের মধ্যে এসআইআর করতে হবে! কমিশন কি বিজেপির অধীনে নাকি? আসলে সবটাই চলছে অমিত শাহের নির্দেশে। যেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার!

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande