মুর্শিদাবাদ, ৮ অক্টোবর (হি.স.): স্ত্রী ও ছেলেকে করাত দিয়ে কুপিয়ে খুনের পর আত্মঘাতী স্বামী! সাতসকালে ভয়ংকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বেলডাঙায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কিন্তু কী কারণে আপাতদৃষ্টিতে হাসিখুশি পরিবারের এমন পরিণতি? তা ধোঁয়াশা। রহস্যের শিকড়ে পৌঁছতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতদের নাম সঞ্জিত হালদার, মৌসুমী হালদার ও রায়ান হালদার। স্ত্রী সন্তানকে নিয়ে বেলডাঙা থানার আন্ডিরন গ্রামে থাকতে সঞ্জিত। তিনি পেশায় প্যান্ডেল ব্যবসায়ী। প্রতিবেশীদের দাবি, অভাব থাকলেও সুখেই ছিল ওই পরিবার।
আচমকা বুধবার সকালে ঘর থেকে উদ্ধার হয় মৌসুমী ও রায়ানের রক্তাক্ত দেহ। পাশে ঝুলন্ত অবস্থায় মেলে সঞ্জিতের দেহ। প্রতিবেশীরা তড়িঘড়ি থানায় খবর দেয়। বেলডাঙা থানার পুলিশ মৃতদেহগুলিকে উদ্ধার করে নিয়ে যায় ও ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই নৃশংস ঘটনার পিছনে অন্য কোনও কারণ আছে কি না, তার তদন্ত করছে বেলডাঙা থানার পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত