পাথারকান্দি (অসম), ৮ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলান্তর্গত পাথারকান্দি মণ্ডল বিজেপির প্রাক্তন সভাপতি তথা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা অসম রাজ্য কমিটির কার্যনির্বাহী সভাপতি তথা কলকলিঘাট গ্রাম পঞ্চায়েত (জিপি)-এর ৪ নম্বর ওয়ার্ড সদস্য তথা বিশিষ্ট ঠিকাদার প্রকাশ সিনহা আর নেই। জন্ডিসে আক্রান্ত হয়ে মঙ্গলবার বিকাল চারটা নাগাদ গৌহাটি মেডিক্যাল কলেজ হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, দুই পুত্র সহ অসংখ্য গুণমুগ্ধকে।
আজ বুধবার দুপুরে প্রয়াত প্রকাশ সিনহার মৃতদেহ তাঁর গৃহগ্রাম পেঁকুরগ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এখানে যাবতীয় আচার অনুষ্ঠান শেষে পেঁকুরগ্রাম শ্মশানঘাটে তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে প্রয়াতকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির পাথারকান্দি মণ্ডলের বিভিন্ন স্তরের পদাধিকারী কার্যকর্তাগণ। দলীয় পতাকা দিয়ে প্রয়াতকে অন্তিম শ্রদ্ধা জানান সকলে।
এদিকে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার পক্ষ থেকে সংগঠনের পতাকা দিয়ে শেষ শ্রদ্ধা জানান সভাপতি তরুণ সিনহা সহ অন্যরা। শ্রদ্ধা জানান, বিষ্ণু শর্মা, কল্প দেব, প্রতাপ সিনহা, কবীর আহমেদ, রীনা সিনহা, শচিন সাহু, লক্ষ্মীন্দ্র সিনহা, শান্তিলাল সিনহা প্রমুখ বহুজন।
প্রকাশ সিনহার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, প্রাক্তন বিধায়ক কার্তিকসেনা সিনহা, পান্না গোপ, মবরুর হোসেন প্রমুখ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস