মাইবাং (অসম), ৮ অক্টোবর (হি.স.) : ডিমা হাসাও জেলার অন্তৰ্গত মাইবাং থানাধীন কালাচান্দে একটি লরি থেকে বিপুল পরিমাণের ইউরিয়া সার বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আজ বুধবার মাইবাঙের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বৈভব রাবট জানান, গত ৫ অক্টোবর সন্ধ্যায় ডব্লিউবি ৬৫ ই ১৫৮১ নম্বরের একটি লরি ২৭ নম্বর জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারার জেরে ওই গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লরি সহ চালক ও সহ-চালককে কালাচান্দ পুলিশ আউটপোস্টে নিয়ে যায়। তবে পুলিশ আউটপোস্টের বাইরে খাওয়ার অজুহাত দেখিয়ে চালক ও সহ-চালক লরি ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ অফিসার জানান, লরির ট্ৰ্যানজিট পাস চালের ছিল। অথচ আজ বুধবার পুলিশ লরিতে তালাশি চালিয়ে ৬৬৬ ব্যাগ থেকে মোট ২৯,৯৭০ কিলোগ্ৰাম ইউরিয়া সার বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত ইউরিয়াগুলির বাজারমূল্য ১৪,৯৮,৫০০ লক্ষ টাকা।
এসডিপিও রবাট জানান, ঘটনা সম্পর্কে পুলিশ তদন্ত শুরু করেছে। এনিয়ে পুলিশ আইনি ব্যবস্থা গ্ৰহণ করেছে বলে জানিয়েছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব