বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক
পৌরি গাড়োয়াল, ৮ অক্টোবর (হি.স.) : বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ২,২০,০০০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে জয়পুর বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , অভিযোগকারী পাবাউয়ের বাসিন্দা অনুপ চৌহান । তিনি পুলিশ
বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক


পৌরি গাড়োয়াল, ৮ অক্টোবর (হি.স.) : বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ২,২০,০০০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে জয়পুর বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ । বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , অভিযোগকারী পাবাউয়ের বাসিন্দা অনুপ চৌহান । তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ।

তাঁর অভিযোগ , উত্তরাখণ্ডের পৌরির বাসিন্দা কুলদীপ রাওয়াত অনুপ চৌহানকে ও তাঁর এক বন্ধুকে বিদেশে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ২,২০,০০০ লক্ষ টাকা দাবি করে । তবে অর্থ পাওয়ার পর থেকেই পলাতক ছিল ওই ব্যক্তি । প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে , কুলদীপ আর্মেনিয়ায় বসবাস করছে । সেই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান জারি রাখে পুলিশ । দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত কুলদীপ রাওয়াতকে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande