পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার সাধারণ মানুষের উপকারে আসবে : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার সাধারণ মানুষের জন্য আরও উপকারী হবে বলে অভিমত প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার আগরতলার মুক্তধারা মিলনায়তনে “পরবর্তী প্রজন্মের জিএসটি থেকে সুবিধা” শীর্
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কার সাধারণ মানুষের জন্য আরও উপকারী হবে বলে অভিমত প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার আগরতলার মুক্তধারা মিলনায়তনে “পরবর্তী প্রজন্মের জিএসটি থেকে সুবিধা” শীর্ষক এক কর্মশালায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগে নানা ধরণের কর জনগণকে বিভ্রান্ত করত, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সংস্কার প্রক্রিয়াটি এখন অনেক সহজ হয়েছে।

তিনি আরও বলেন, জিএসটি চালু হওয়ার পর দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির সাক্ষী হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০৪৭ সালের মধ্যে “বিকশিত ভারত” গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, ত্রিপুরা ইতিমধ্যেই সেই লক্ষ্যে রোডম্যাপ প্রস্তুত করেছে।

ডাঃ সাহা জানান, পরবর্তী প্রজন্মের জিএসটি সংস্কারের আওতায় স্ল্যাব সংখ্যা পাঁচ থেকে কমিয়ে দুই করা হয়েছে, যা কর কাঠামোকে আরও সহজ ও স্বচ্ছ করবে। এই সংস্কারগুলি সঠিক নির্দেশিকার মাধ্যমে একটি জনবান্ধব সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অর্থ সচিব অপূর্ব রায় সহ অর্থ দফতরের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা। অর্থমন্ত্রী পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “এটি একটি গুরুত্বপূর্ণ কর্মশালা ছিল, যা আরও দক্ষ ও স্বচ্ছ জিএসটি কাঠামো গঠনে সচেতনতা ও সহযোগিতা বাড়াতে সাহায্য করেছে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande