কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): “রাজ্যের মুখ্যমন্ত্রী গদি সামলাতেই ব্যস্ত। ত্রাণ সরবারহ করতে এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে।” বুধবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা।
রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে সল্টলেক বিজেপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ধুপগুড়িতে দেখা যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া জুস সরবরাহ করেছে তৃণমূল সরকার। ২৭ জন মরুক কিংবা ২৭০০ জন মরুক মুখ্যমন্ত্রীর কিছুই যায় আসে না, তিনি শুধু বোঝেন টাকা আর টাকা। এদিকে মানুষ মারা যাচ্ছে আর ওদিকে উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে রেড রোডে কার্নিভালে উৎসব করছেন।
রাহুলবাবু বলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি পাঠানো হয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন কেন্দ্রীয় সরকার কোনও সাহায্য করছে না টাকা দিচ্ছে না! মুখ্যমন্ত্রীর এখন একটাই কাজ হিন্দু-মুসলমানের মধ্যে বিভাজন করা, বন্যা কবলিত এলাকায় মানুষের মধ্যে বিভাজন করা। কিন্তু মানুষ বেশি দিন এই অনাচার সহ্য করবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত