কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): “বন্যা কবলিত এলাকায় গিয়ে সাংসদ, বিধায়কের ওপর হামলা করা হয়েছে। কিন্তু এই সরকার এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি।” বুধবার সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা।
তিনি বলেন, এই তৃণমূল কংগ্রেসকে সারা দেশ, সারা রাজ্যের লোক এখন ছি ছি করছে। তিনি আরও বলেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে এই ঘটনার তদন্ত হওয়া দরকার। অবিলম্বে দোষীদের গ্রেফতার করা হোক। সেইসব পুলিশ কর্তৃপক্ষ যাদের ইন্ধনে, যাদের নিষ্ক্রিয়তায় এই হামলা সংগঠিত হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
তিনি সাংবাদিকদের বলেন, উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সংকট এখনও কাটেনি। চারিদিকে খাদ্যের হাহাকার, পানীয় জলের হাহাকার, নিত্য প্রয়োজনীয় সাধারণ ওষুধগুলিও মানুষ পাচ্ছে না।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত