মালগাড়ি লাইনচ্যুত, শিয়ালদহ-বজবজ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় শিয়ালদহ-বজবজ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। বুধবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝে আপ লাইনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে ওই সময়ে বজবজ থেকে নুঙ্গিগামী আপ ট্রেনটি ২০ মিন
মালগাড়ি লাইনচ্যুত, শিয়ালদহ-বজবজ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): মালগাড়ি লাইনচ্যুত হওয়ায় শিয়ালদহ-বজবজ শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। বুধবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ বজবজ ও নুঙ্গি স্টেশনের মাঝে আপ লাইনে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে ওই সময়ে বজবজ থেকে নুঙ্গিগামী আপ ট্রেনটি ২০ মিনিট থমকে ছিল। এছাড়াও বজবজগামী ডাউন লাইনে একটি ট্রেন নুঙ্গি স্টেশন পৌঁছনোর ঘুরিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের পর ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু সকালের ব্যস্ত সময়ে পরিষেবায় ব্যাঘাত ঘটায় দীর্ঘক্ষণ বিলম্বে চলে লোকাল ট্রেনগুলি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande