ত্রিপুরায় ভাংচুর হওয়া দলীয় দফতর দেখতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের
আগরতলা ও কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ত্রিপুরায় ভাংচুর হওয়া দলীয় দফতর দেখতে বাধা দেওয়ার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বিজেপি স্থানীয় প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে শহরে ঢুকতে বাধা দিচ্ছে, এমন অভিযোগ তুলে আগরতলা বিমানবন্দরেই অবস্থানে বসেন তৃণমূলের প্রতিনি
ত্রিপুরায় ভাংচুর হওয়া দলীয় দফতর দেখতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের


আগরতলা ও কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ত্রিপুরায় ভাংচুর হওয়া দলীয় দফতর দেখতে বাধা দেওয়ার অভিযোগ করল তৃণমূল কংগ্রেস। বিজেপি স্থানীয় প্রশাসনের উপরে চাপ সৃষ্টি করে শহরে ঢুকতে বাধা দিচ্ছে, এমন অভিযোগ তুলে আগরতলা বিমানবন্দরেই অবস্থানে বসেন তৃণমূলের প্রতিনিধিরা। মঙ্গলবারই আগরতলায় তৃণমূলের দলীয় দফতরে হামলা হয়। বুধবার সকালে তৃণমূলের প্রতিনিধিরা ত্রিপুরায় পৌঁছন।

বুধবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের আগরতলা বিমানবন্দর থেকে দলীয় দফতরে পৌঁছনোর জন্য তিনটি গাড়ি ভাড়া করা হয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় মাত্র একটি গাড়ি বিমানবন্দরে রয়েছে। ফলে প্রতিনিধিরা এখনও আগরতলার অফিসে পৌঁছতে পারেননি। বিমানবন্দরের ভিতরে, মাটিতে বসেই তাঁরা বিক্ষোভ দেখান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande