ত্রিপুরায় তৃণমূল নেতাদের ‘হেনস্থার’ অভিযোগ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ত্রিপুরায় তৃণমূল নেতাদের ‘হেনস্থার’ অভিযোগ ঘিরে কড়া বার্তা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমি আগেই নির্দেশ দিয়েছি, দরকার হলে ওরা হেঁটে ঘুরবে। প্রতিনিধি দলকে আটকালে আমি নিজে যাব ত্রিপুরায়। আগেও আমাদের ওপর হামলা হয়েছে
ত্রিপুরায় তৃণমূল নেতাদের ‘হেনস্থার’ অভিযোগ, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৮ অক্টোবর (হি.স.): ত্রিপুরায় তৃণমূল নেতাদের ‘হেনস্থার’ অভিযোগ ঘিরে কড়া বার্তা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আমি আগেই নির্দেশ দিয়েছি, দরকার হলে ওরা হেঁটে ঘুরবে। প্রতিনিধি দলকে আটকালে আমি নিজে যাব ত্রিপুরায়। আগেও আমাদের ওপর হামলা হয়েছে, ভয় পাই না।

ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের দফতরে হামলার ঘটনায় বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারের হামলার ঘটনা বুধবার দেখতে যাওয়া তৃণমূলের প্রতিনিধিদলকে বাধা দেওয়ার অভিযোগ করে তৃণমূল নেত্রী বলেন, এঁরা আবার গণতন্ত্রের কথা বলে! অভিষেকের গাড়িতে পাথর ছুড়েছিল। দোলা, সুস্মিতার গাড়িতে আক্রমণ করেছিল। এখন আমাদের দলের সাংসদ, মন্ত্রী, নেতাদের এলাকায় যেতে গাড়িতে বাধা দেওয়া হচ্ছে। মমতা বলেন, ওঁদের হেঁটেই যেতে বলেছি। পরিস্থিতি সন্তোষজনক না হলে তিনি নিজেই ত্রিপুরায় যাবেন বলে জানিয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande