জলে ডুবে দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু জিরানীয়ায়
আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দেড় বছরের শিশুর৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার জিরানীয়া থানার অধীন বিশ্রামবাড়ি এলাকায়৷ মৃত শিশুর নাম কৃষ্ণা দেববর্মা৷ শিশুটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানীয়া হাসপাতালে৷ অবস্থা সংকটজনক হওয়া
মৃত্যু


আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে দেড় বছরের শিশুর৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার জিরানীয়া থানার অধীন বিশ্রামবাড়ি এলাকায়৷ মৃত শিশুর নাম কৃষ্ণা দেববর্মা৷ শিশুটিকে প্রথমে নিয়ে যাওয়া হয় জিরানীয়া হাসপাতালে৷ অবস্থা সংকটজনক হওয়ায় জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পর ওই শিশুকে মৃত বলে ঘোষণা করেন৷

জিরানীয়া থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার দুপুরে বাড়ির পাশের দোকানে বসেছিলেন শিশুর বাবা৷ দেড় বছরের মেয়েকে দেখার জন্য স্ত্রীকে বলেছিলেন৷ স্ত্রী শৌচাগারে গেলে ঘরের পাশেই একটি ছোট গর্তে পড়ে যায় কৃষ্ণা।

ছুটে গিয়ে তাকে জল থেকে তুলে নিয়ে যাওয়া হয় জিরানীয়া হাসপাতালে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে জিবিপি হাসপাতালে রেফার করেন৷ জিবিপি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করার পর শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ শিশুর মর্মান্তিক মৃত্যুতে শংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande