কৈলাসহর (ত্রিপুরা), ৮ অক্টোবর (হি.স.) : ঊনকোটি জেলার কৈলাসহরের ধনবিলাস গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভাগ্যপুর ১ নং ওয়ার্ড এলাকায় ছড়ার জলের মধ্যে এক ৭০ ঊর্ধ্ব ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত ব্যক্তির নাম বিন্দু মাধব সিনহা (৭০), বাড়ি দেবীপুর এলাকায়। বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ছড়ার মধ্যে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। এদিকে, ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ