আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বুধবার আগরতলা বিমানবন্দরে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আগরতলার চিত্তরঞ্জন রোডে তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “বিমানবন্দরে মোতায়েন পুলিশ ও নিরাপত্তাকর্মীদের আমাদের নিরাপত্তা প্রদানে আরও সক্রিয় থাকা উচিত ছিল। অবশেষে তাঁরা আমাদের সহায়তা করেছে, তবে শুরু থেকেই তাঁদের দায়িত্বশীল আচরণ করা উচিত ছিল। একজন নাগরিক বা রাজনৈতিক নেতার অবাধ চলাচলে বাধা দেওয়া সংবিধানবিরোধী।”
তিনি জানান, পশ্চিমবঙ্গে আসা অন্য রাজ্যের সাংসদ ও বিধায়কদের সরকার সবসময় যানবাহন ও নিরাপত্তা সহায়তা দিয়ে থাকে, কিন্তু ত্রিপুরায় তাদের এমন অভিজ্ঞতা হয়নি। কুণাল ঘোষ বলেন, “আমরা অন্য দলের সভা আয়োজন ও রাজনৈতিক কার্যক্রমে কোনো বাধা দিই না। কিন্তু এখানে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তা অত্যন্ত দুঃখজনক।”
সাংবাদিক সম্মেলনে সময় কুণাল ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সায়নী ঘোষ, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার ঘটনাকে আমরা নিন্দা করেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালে গিয়ে আহতদের সাথে দেখা করেছেন।”
পরে কুণাল ঘোষ, সায়নী ঘোষ ও অন্যান্য তৃণমূল নেতারা ত্রিপুরার ডিজিপি অনুরাগের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা চিত্তরঞ্জন রোডে দলীয় কার্যালয়ে সাম্প্রতিক ভাঙচুরের ঘটনাসহ সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। কুণাল ঘোষ তৃণমূল কর্মীদের নিরাপত্তা জোরদারের দাবি জানান। ডিজিপি তৃণমূল প্রতিনিধিদলকে আশ্বস্ত করেছেন যে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা ও তৃণমূল নেতা-কর্মীদের যথাযথ সুরক্ষার জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ