আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মান্দাই চৌমুহনী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক পরিবারের সর্বস্ব ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মান্দাই চৌমুহনীর বাসিন্দা ঝুটন আচার্যের বাড়িতে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় পুরো ঘর ছাই হয়ে যায়। ঘটনায় পরিবারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।
ঘটনার খবর পেয়ে মজলিশপুরের বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী ঘটনাস্থলে পৌঁছান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করে তাঁদের দুর্দশার কথা শোনেন এবং আন্তরিক সহানুভূতি প্রকাশ করেন। মন্ত্রী আশ্বাস দেন, প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার সব ব্যবস্থা করা হবে।
মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “সরকার সর্বদা মানুষের পাশে আছে। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দ্রুত আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করা হবে।” স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর দ্রুত প্রতিক্রিয়া ও সহমর্মিতার প্রশংসা করেছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ খতিয়ে দেখতে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ