গাড়ি না পেয়ে আগরতলায় বিমানবন্দরে ধর্নায় পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রতিনিধি দল
আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : আগরতলায় এমবিবি বিমানবন্দরে ধর্নায় বসলেন পশ্চিমবঙ্গ থেকে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল৷ তাঁদের অভিযোগ বিমানবন্দর থেকে শহরে দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছেন না৷ প্রিপেইড টেক্সি সহ অন্যান্য যানবাহনের চালকদের নাকি
ধর্নায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব


আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : আগরতলায় এমবিবি বিমানবন্দরে ধর্নায় বসলেন পশ্চিমবঙ্গ থেকে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল৷ তাঁদের অভিযোগ বিমানবন্দর থেকে শহরে দলীয় কার্যালয়ে যাওয়ার জন্য গাড়ি পাচ্ছেন না৷ প্রিপেইড টেক্সি সহ অন্যান্য যানবাহনের চালকদের নাকি হুমিক দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে যাতে গাড়ির সুবিধা না দেওয়া হয়৷ এনিয়ে বিমানবন্দর চত্বরে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে৷ প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী সেখানে মোতায়েন করা হয়েছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা শহরে তৃণমূল কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে ভাঙচুর চালায় দুস্কৃতিকারীরা৷ এই ঘটনার পর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে আগরতলায় এমবিবি বিমানবন্দরে আসে৷

প্রতিনিধি দলে রয়েছেন, সাংসদ সুস্মিতা দেব, সাংসদ শায়নি ঘোষ, প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ সহ আরও তিন জন দলীয় নেতৃত্ব৷ তাঁরা আগরতলা বিমানবন্দরে আসার আগেই তাঁদের জন্য দলের স্থানীয় নেতৃত্বরা কয়েকটি গাড়ির ব্যবস্থা করেছিলেন৷ গাড়িগুলি বিমানবন্দরে প্রবেশ করার পর চালকদের ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়৷

বিমানবন্দরে আসার পর ছয় সদস্যের এই প্রতিনিধি দলকে আগরতলা শহরে প্রবেশ করার জন্য কোন গাড়ি তুলতে চাইছে না৷ শুধু তাই নয় যে প্রিপেইড টেক্সি রয়েছে সেগুলিও বুকিং নিচ্ছে না৷ এই পরিস্থিতিতে সেখান বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের বঙ্গের নেতৃত্বরা৷

এদিকে, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের আগরতলায় আসার খবর আগে থেকে পুলিশ প্রশাসনের কাছে ছিল৷ তাই প্রচুর সংখ্যায় নিরাপত্তা কর্মী বিমানবন্দরে মোতায়েন করা হয়৷ পাশাপাশি আগরতলা শহরে তৃণমূল কংগ্রেসের প্রদেশ কার্যালয়ের সামনেও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande