
কদমতলা (ত্রিপুরা), ৮ অক্টোবর (হি.স.) : বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ব্লক অফিসের সামনে উত্তেজনার সৃষ্টি হয় সিপিআই(এম) -এর পূর্ব ঘোষিত কর্মসূচিকে ঘিরে। সিপিআই(এম) -এর পক্ষ থেকে এদিন সড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছিল।
তাদের অভিযোগ, কুর্তি–কদমতলা বিধানসভা এলাকার কালাগাং পাড় গ্রাম পঞ্চায়েতে রাজ্যের শাসক দল বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পঞ্চায়েত পরিচালনায় থাকা সিপিআই(এম) -কে উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত করে রেখেছে। রেগা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হচ্ছে। এরই প্রতিবাদে আজকের এই অবরোধ কর্মসূচি পালন করে সিপিআই(এম)।
অন্যদিকে, ঘটনাস্থলেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন কদমতলা ব্লক সভাপতি মিহির নাথের নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল নিয়ে অবরোধস্থলে পৌঁছায়। বিজেপির দাবি, তাদের এই মিছিলের উদ্দেশ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানানো, কারণ সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য হ্রাসে জিএসটি কমানো। কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন।
অবরোধস্থলে দুই পক্ষের কর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হতেই শুরু হয় স্লোগান–পাল্টা স্লোগান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ প্রশাসনের সক্রিয় ভূমিকার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ