আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : সমাজের প্রতিটি পরিবারকে উৎসবের আনন্দে শামিল করতে উদ্যোগ নিল ত্রিপুরা সরকার। বুধবার আগরতলার মিলন চক্র এলাকায় ১৪৮ নম্বর ন্যায্য মূল্যের দোকানে বিনামূল্যে রেশন সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এই প্রকল্পের আওতায় প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে ২ কেজি ময়দা, ১ কেজি চিনি ও ৫০০ গ্রাম সুজি সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে। প্রায় ৯.৯০ লক্ষ পরিবার এই সুবিধা পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী। সরকার এই উদ্যোগে মোট ৭ কোটি টাকা ব্যয় করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, “শারদোৎসব আনন্দ ও ঐক্যের প্রতীক। এই উদ্যোগের মাধ্যমে আমরা চাই প্রতিটি পরিবার, বিশেষ করে যারা রেশন সহায়তার উপর নির্ভরশীল, তারা উৎসবের আনন্দে সামিল হোক। এটি কেবল খাবারের নয়, মর্যাদা ও উৎসবের চেতনার প্রতিফলন।”
তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে সহায়তা করা এবং উৎসবের মরশুমে কেউ যেন বঞ্চিত না হয় তা নিশ্চিত করা।
অনুষ্ঠানে বাধারঘাটের বিধায়ক মিনা রানী সরকার, খাদ্য দফতরের অধিকর্তা সুমিত লোধ, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ