
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৮ অক্টোবর (হি.স.) : রাস্তাঘাটের বেহাল অবস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সাধারণ মানুষ। বুধবার সকালে ঘিলাতলি–তেলিয়ামুড়া রাস্তা অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও প্রশাসন কোন পদক্ষেপ নিচ্ছে না।
অবরোধের ফলে সকাল থেকেই ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে স্কুলগামী ছাত্রছাত্রী, অফিসযাত্রী ও পণ্যবাহী যানবাহন। স্থানীয়দের অভিযোগ, বর্ষায় রাস্তা পরিণত হয় কাদা-জলে ভরা গর্তে, আর শুষ্ক মরশুমে ধুলোর ঝড়ে হাঁপিয়ে ওঠেন পথচারীরা।
অবরোধকারীদের দাবি, অবিলম্বে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে হবে, নইলে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
স্থানীয়দের কথায়, “বছরের পর বছর ধরে এই রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি শোনা যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।” প্রশাসন সূত্রে জানা গেছে, অবরোধ তুলে নিতে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চলছে এবং দ্রুত রাস্তা সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ