ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব দল : মুখ্যমন্ত্রী
আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব দল বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গতকালকের ঘটনায় ‘সুযোগ পেয়েছি, সুযোগ পেয়েছি’ বলে কিছু তৃণম
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সাইনবোর্ড সর্বস্ব দল বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “গতকালকের ঘটনায় ‘সুযোগ পেয়েছি, সুযোগ পেয়েছি’ বলে কিছু তৃণমূল নেতা কলকাতা থেকে আগরতলায় এসেছেন। আমি বলেছি, তাঁরা আসুক, কি করবেন করুক — এতে আমাদের কোনো আপত্তি নেই।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনও জনভিত্তি নেই, তাঁরা শুধু রাজনীতি করে প্রচারের জন্য। ভোটের আগে এখানে আসে।তাঁর বক্তব্যে ইঙ্গিত মেলে, তৃণমূল নেতাদের আগমন রাজ্যের রাজনীতিতে কোনও প্রভাব ফেলবে না।

উল্লেখ্য, বুধবার পশ্চিমবঙ্গ থেকে আসা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আগরতলার এমবিবি বিমানবন্দরে ধর্নায় বসেছিলেন, যার জেরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা শহরে তৃণমূল কংগ্রেসের প্রদেশ কার্যালয়ে ভাঙচুর চালায় দুস্কৃতিকারীরা৷ এই ঘটনার পর পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে আগরতলায় এমবিবি বিমানবন্দরে আসে৷ গাড়ি না পেয়ে ধর্নায় বসেন তাঁরা। পরে পুলিশ তাঁদের গাড়ির ব্যবস্থা করে এবং দলীয় কার্যালয়ে যায়। প্রতিনিধিরা পুলিশ হেডকোয়ার্টারেও যায় কঠোর পুলিশ প্রহরায়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande