আগরতলা, ৮ অক্টোবর (হি.স.) : রাজধানী আগরতলা শহরে বুধবার দুপুরে একঘন্টার বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে একাধিক এলাকা। নাগরিকদের চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটছে।
জানা গেছে, বর্তমানে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন রাস্তায় ড্রেন নির্মাণের কাজ চলছে। তবে কাজ চলাকালীন পুরোনো ড্রেন বন্ধ হওয়ায় বৃষ্টির জল বেরোবার পথ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তা ও দোকানপাটের সামনে জল জমে যায়।
স্থানীয়দের অভিযোগ, নির্মাণ কাজের ধীরগতি ও সঠিক পরিকল্পনার অভাবেই এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তারা দ্রুত নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ড্রেন নির্মাণের কাজ শেষ হলে সমস্যা অনেকটাই মিটে যাবে এবং শহরের জলাবদ্ধতা রোধে স্থায়ী সমাধান হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ