
বৈঠালাংসো (অসম), ১ নভেম্বর (হি.স.) : অসমের পশ্চিম কারবি আংলং জেলার অন্তর্গত বৈঠালাংসোতে ভয়ংকর এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিন মহিলা যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ১৫ জন। আহতদের সংলগ্ন উমপেনাই প্ৰাথমিক স্বাস্থ্যকেন্দ্ৰে পাঠানো হয়েছে। এদিকে নিহত তিন মহিলাকে মানি আংসং, কুলবারি মালা এবং সিলুনি আংসং বলে শনাক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে প্রাপ্ত খবরে জানা গেছে, আজ শনিবার ভোর প্রায় চারটা নাগাদ বৈঠালাংসো থানাধীন উমসাই সাপ্তাহিক বাজারের কাছে দুৰ্ঘটনাটি সংঘটিত হয়েছে। গতকাল রাতে পশ্চিম উলুকুঞ্চিতে অনুষ্ঠিত ১৮-তম তিওয়া লাংখন উৎসব উপভোগ করে এএস ০১ সি ৬৬৬৪ নম্বরের একটি ম্যাক্স পিকআপে চড়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু দুৰ্ভাগ্যবশত উমসাই সাপ্তাহিক বাজারের কাছে এসে গাড়িটি রাস্তা থেকে পাল্টি খেয়ে পাশে ধানখেতে গিয়ে পড়ে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস