
মুম্বই, ১ নভেম্বর (হি.স.): রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই) মুম্বই বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৪.৭ কিলোগ্রাম মাদক (কোকেন ) উদ্ধার করেছে। আন্তর্জাতিক বাজারে এর আনুমানিক মূল্য প্রায় ৪৭ কোটি টাকা। ঘটনায় মোট পাঁচজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে ডিআরআই সূত্রে জানানো হয়েছে।
ডিআরআই-এর এক আধিকারিক শনিবার জানান, মুম্বই বিমানবন্দরে মাদক পাচারের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবে শ্রীলঙ্কার কলম্বো থেকে আসা এক মহিলা যাত্রীকে সন্দেহজনক মনে হওয়ায় বিমানবন্দরে আটক করা হয়। তাঁর লাগেজ তল্লাশি চালিয়ে কফি পাউডারের নয়টি প্যাকেটের ভেতর থেকে সাদা রঙের পদার্থ উদ্ধার হয়, যা পরীক্ষায় কোকেন বলে প্রমাণিত হয়।
মহিলাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে আরও চারজনের নাম উঠে আসে। পরে শুক্রবার রাতে তাদেরও আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ডিআরআই তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য