
গোলকগঞ্জ (অসম), ১ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জে ১৭ নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে পুলিশ সাতটি মহিষ উদ্ধার করেছে। এর সঙ্গে পুলিশ বাজেয়াপ্ত করেছে মহিষ পাচারে ব্যবহৃত এএস ১৭ সি ৫৫৭৬ এবং এএস ১৭ বি ৬৯৩৭ নম্বরের দুটি বলেরো পিকআপ ভ্যান।
আজ শনিবার গোলকগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সন্ধ্যারাতে গবাদি পশু পাচারের বিরুদ্ধে জাতীয় সড়কে অভিযান চালানো হয়েছিল। অভিযানে দুটি বলেরো পিকআপ ভ্যানের গতিরোধ করে সেগুলি থেকে উদ্ধার করা হয়েছে সাতটি মহিষ।
এদিকে অন্য সূত্রের খবর, সবকয়টি মহিষের কানে লাগানো ছিল ১২-সংখ্যার ‘অনন্য শনাক্তকরণ নম্বর’ (ইউনিক আইডেনটিফিক্যাশন বা ইউআইডি)। এছাড়া জেলা পশু চিকিৎসা আধিকারিকের সই সংবলিত নথিও ছিল। কিন্তু ইউআইডি এবং প্রয়োজনীয় নথিপত্ৰ থাকা সত্ত্বেও কী কারণে মহিষগুলি বাজেয়াপ্ত করা হয়েছে তা জানা যায়নি।
সূত্রের কাছে জানা গেছে, বহিঃরাজ্য থেকে পশ্চিমবঙ্গ-অসম আন্তঃরাজ্য সীমান্তের গোপন পথে পায়ে হাঁটিয়ে গবাদি পশু অসমের ধুবড়ি জেলার বিভিন্ন অঞ্চলে নিয়ে আসে কয়েকটি চক্র। ওই সব অঞ্চলে এনে ইউআইডি এবং প্রয়োজনীয় নথিপত্ৰ তৈরি করিয়ে নেয় চক্রগুলি। এর পর গবাদি পশুগুলিকে গাড়িতে বোঝাই করে বিভিন্ন প্রান্ত পাচার করা হয়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস