
গুয়াহাটি, ১ নভেম্বর (হি.স.) : গ্ৰেফতার করা হয়েছে ‘লাচিত সেনা’র কামরূপ মহানগর জেলা সচিব বিকাশ অসমকে।
গতকাল শুক্রবার ছবিঘরে প্রয়াত কিংবদন্তি শিল্পী জুবিন গার্গ অভিনীত তথা প্রযোজিত ‘রৈ রৈ বিনালে’র মুক্তি পাওয়ার পরের দিন আজ শনিবার পলাতক বিকাশ অসম দিশপুর থানায় আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
‘রৈ রৈ বিনালে’ চলচ্চিত্রটি দেখার পর সামাজিক মাধ্যমে মুখে কালো কাপড় বাঁধা নিজের একটি ছবি সংবলিত দীর্ঘ বক্তব্য পোস্ট করেছিল বিকাশ।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস