
কলকাতা, ১ নভেম্বর (হি. স.) : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় শনিবার তিনি লিখেছেন, - 'পথের পাঁচালী', 'অপরাজিত', 'আরণ্যক', 'চাঁদের পাহাড়' - এর রচয়িতা স্বনামধন্য কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন বিখ্যাত বাঙালি ঔপ্যন্যাসিক ও ছোট গল্পকার। তিনি প্রকৃতির সৌন্দর্য এবং মানবজীবনের গভীর অনুভূতির জন্য বাংলা সাহিত্যে বিখ্যাত। সাহিত্য জীবন সম্পর্কে বলতে গেলে অনেক কিছু উল্লেখযোগ্য বিষয় রয়েছে। তবে, তাঁর মধ্যেই অন্যতম সেরা - প্রকৃতি ও মানুষকে কেন্দ্র করে লিখেছেন। তিনি রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের ত্রয়ী বন্দ্যোপাধ্যায়ের (বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মাণিক বন্দ্যোপাধ্যায়) একজন ছিলেন, যাঁরা বাংলা সাহিত্যে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত