
কলকাতা, ১ নভেম্বর, (হি.স.): নির্ধারিত ট্র্যাক এবং অন্যান্য সম্পদ রক্ষণাবেক্ষণের কাজের জন্য, হাওড়া বিভাগ ৩৭১১১/৩৭১১২ হাওড়া - বেলুড় মঠ - হাওড়া ইএমইউ লোকাল ট্রেনের পরিষেবা ২০ দিনের জন্য বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সোমবার ০৩.১১.২০২৫ থেকে এই নির্দেশিকা কার্যকর হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত