বাতিস্তম্ভ ঘেঁষে রাখা সাইকেল নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু
মুর্শিদাবাদ, ১ নভেম্বর, (হি.স.): ধুলিয়ানে মর্মান্তিক দুর্ঘটনা! বাতিস্তম্ভ ঘেঁষে রাখা সাইকেল নিতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রের। দরিদ্র ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে এলাকায়। পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে
বাতিস্তম্ভ ঘেঁষে রাখা সাইকেল নিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু


মুর্শিদাবাদ, ১ নভেম্বর, (হি.স.): ধুলিয়ানে মর্মান্তিক দুর্ঘটনা! বাতিস্তম্ভ ঘেঁষে রাখা সাইকেল নিতে গিয়ে শুক্রবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রের। দরিদ্র ছাত্রের মৃত্যুতে শোকের ছায়া পড়েছে এলাকায়। পাশাপাশি ক্ষোভ ছড়িয়েছে।

মৃত নাবালকের নাম আবুল হাসান। বয়স ১৩ বছর। সে ধুলিয়ান হাইমাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্র ছিল। দ্ররিদ্র পরিবারের সন্তান আবুল। পড়াশোনার পাশাপাশি বিধানসরণি রোডের একটি সাইকেলের দোকানে কাজ করত সে। প্রতিদিনের মতো শুক্রবার কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য কাছেই বাতিস্তম্ভের গা ঘেঁষে রাখা তার সাইকেল আনতে যায়। বৃষ্টির জন্য ভেজা ছিল স্তম্ভটি। সাইকেল ছুঁতেই বিদ্যুৎপৃষ্ট হয় আবুল।

স্থানীয়রা দ্রুত তাকে ধুলিয়ান হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা নাবালককে মৃত বলে ঘোষণা করেন। তার এই মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। প্রতিবেশীরা জানাচ্ছেন, পরিশ্রমী ও ভদ্র স্বভাবের ছেলেটি পরিবারের পাশে দাঁড়াতে কাজ করত। পাশাপাশি চালিয়ে যাচ্ছিল পড়াশোনা।

আবুলের অকালমৃত্যুতে মা-বাবা অসহায় হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বেশ কয়েকটি স্ট্রিট লাইটের খুঁটির অবস্থা বেহাল। তার জেরেই এই ঘটনা বলে মনে করছেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande