একমাত্র এনডিএ-ই বিহারের উন্নয়ন আনতে পারে : নীতীশ কুমার
পাটনা, ১ নভেম্বর (হি.স.): একমাত্র এনডিএ-ই বিহারের প্রকৃত উন্নয়ন আনতে পারে। জোর দিয়ে বললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার সকালে এক ভিডিও বার্তায় বিহারের জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, আপনারা ২০০৫ সাল থেকে আমাকে বিহারের জনগণের সে
নীতীশ কুমার


পাটনা, ১ নভেম্বর (হি.স.): একমাত্র এনডিএ-ই বিহারের প্রকৃত উন্নয়ন আনতে পারে। জোর দিয়ে বললেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। শনিবার সকালে এক ভিডিও বার্তায় বিহারের জনগণের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, আপনারা ২০০৫ সাল থেকে আমাকে বিহারের জনগণের সেবা করার সুযোগ দিয়েছেন। আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন বিহারী বলাকে অপমান হিসেবে বিবেচনা করা হত। তারপর থেকে, আমরা সম্পূর্ণ সততা এবং কঠোর পরিশ্রমের সঙ্গে আপনাদের সেবা করেছি।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আরও বলেন, হিন্দু, মুসলিম, উচ্চবর্ণ, অনগ্রসর জাতি, অত্যন্ত অনগ্রসর জাতি, দলিত এবং মহাদলিত যাই হোক না কেন, সকলের জন্য কাজ করা হয়েছে। আমি আমার পরিবারের জন্য কিছুই করিনি। এখন, বিহারী বলা অপমান নয়, বরং সম্মানের। বিহারের উন্নয়ন কেবল এনডিএই আনতে পারে। কেন্দ্র এবং রাজ্য উভয় স্থানে এনডিএ সরকার থাকায়, উন্নয়নের গতি উল্লেখযোগ্যভাবে ত্বরান্বিত হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande