
রায়পুর, ১ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ে নব রায়পুরে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেখতে রাস্তার দুই ধারে ছিল উপচে পড়া ভিড়। উঠল ‘মোদী, মোদী’ স্লোগানও। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নব রায়পুরে আধ্যাত্মিক শিক্ষা, শান্তি এবং ধ্যানের জন্য একটি আধুনিক কেন্দ্র ব্রহ্ম কুমারীদের শান্তি শিখর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ একটি বিশেষ দিন। আজ আমাদের ছত্তিশগড় প্রতিষ্ঠার ২৫ বছর পূর্ণ করছে। একইসঙ্গে ঝাড়খণ্ড ও উত্তরাখণ্ডও ২৫ বছর পূর্ণ করেছে। এদিন সারা দেশের আরও অনেক রাজ্য প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে। আমি এই সমস্ত রাজ্যের বাসিন্দাদের প্রতিষ্ঠা দিবসে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। রাজ্যের উন্নয়ন দেশের উন্নয়নের দিকে পরিচালিত করে এই নীতিবাক্য অনুসরণ করে, আমরা ভারতের উন্নয়নের জন্য প্রচারণায় নিযুক্ত আছি।
জন্ম থেকে হৃদরোগে আক্রান্ত শিশুদের সঙ্গেও এদিন দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার ছত্তিশগড়ে ‘দিল কি বাত’ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সেখানেই ওই শিশুদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা