
কলকাতা, ১ নভেম্বর, (হি.স.): শিয়ালদা ডিভিশনের পলাশী – রেজিনগর স্টেশনের মধ্যে ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের কারণে, ২৪০ মিনিট (২৩:৩৫ ঘন্টা থেকে ০৩:৩৫ ঘন্টা পর্যন্ত) ট্রেন চলাচল বিঘ্নিত হবে।
০৩/০৪, ০৫/০৬ এবং ০৮/০৯ নভেম্বর এই ‘ট্র্যাফিক ব্লক’-এর পরিকল্পনা করা হয়েছে। ফলস্বরূপ, ৫৩১৮১ শিয়ালদা – লালগোলা যাত্রীবাহী ট্রেনের সময়সূচী ৩০ মিনিট পুনর্নির্ধারণ করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত