
শ্রীকাকুলাম, ১ নভেম্বর (হি.স.): প্রবল ভিড়ের মধ্যে পদপিষ্ট হওয়ার ঘটনা অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে। পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন পুণ্যার্থী। মুখ্যমন্ত্রীর দফতর থেকে শনিবার জানানো হয়েছে, শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে বেশ কয়েকজন আহত হন। একাদশী উপলক্ষ্যে মন্দিরে বিপুল সংখ্যক ভক্ত জড়ো হয়েছিলেন, সেই সময় এই ঘটনা ঘটে। ভক্তদের প্রচণ্ড ভিড়ের ফলে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, যার ফলে হঠাৎ পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। রাজ্যের কৃষিমন্ত্রী কে. আটচান্নাইদু তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে যান। তিনি মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা